মোঃ ইকরামুল হাসান, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী ২০২১ইং) লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের পূর্ব চাম্বি আমতলী মুসলিম পাড়ার বাসিন্দা মোছাঃ রহিমা আক্তার (১৮) পিতা: সোলাইমান মিয়া ভোররাতে বন্য হাতির আক্রমণে তার বসতবাড়ি ভেঙ্গে ফেলে এবং বন্যহাতির আঘাতে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে সোলাইমান মিয়ার বসতবাড়ি ভাঙচুর করে বন্য হাতির পাল।
পরে বাড়িটি থেকে সোলাইমান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোর রাত থেকে হাতির একটি দল গহীন পাহাড় থেকে নেমে আন্ধারি এলাকা ও আশপাশে ভাঙচুর চালায়। হাতির দলটি ফসলের ক্ষেত ও বাগানও ক্ষতি করেছে। এ ঘটনায় এলাকার মানুষ নির্ঘুম রাত কাটানোর পাশাপাশি চরম আতঙ্কে রয়েছেন।